E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পদ্মার ভাঙন ঠেকানোর দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৮:৫৮:৫৯
পদ্মার ভাঙন ঠেকানোর দাবিতে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পদ্মার ভাঙন থেকে বসত ভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে শুরু হওয়া প্রায় ৩ ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, প্রায় ৩ ঘণ্টার অবরোধে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কটিতে। দুই পাশে শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহনের সারি। অনেক যাত্রী বাস থেকে নেমে হাঁটা শুরু করেন। পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নিলে পুনরায় সচল হয় উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা।

বেশ কয়েক দিন ধরে ভাঙন থেকে রক্ষা পেতে বিক্ষোভ, সড়ক অবরোধ, পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ে ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করে আসছে ভুক্তভোগীরা। তাঁদের কয়েকজন জানান, নদী ভাঙন সমস্যার সমাধান না হলে এই অবরোধ অনির্দিষ্টকালের জন্য চলবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার ৪ ইউনিয়ন। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার হাজার হাজার মানুষ। ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে কয়েক’শ হেক্টর ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার।

এসব রক্ষায় মিরপুর উপজেলার নওদা খাদিমপুর স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। একই দাবিতে ১০ মাইল মুন্সিপাড়া স্থানেও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে ভাঙন কবলিত সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়।

বহলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের শত শত বিঘা ফসলি মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। নদীর অব্যাহত ভাঙনে যেকোনো সময় ঘর-বাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। তাই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে আমরা বিক্ষোভ করেছি।

ইউএনও বিবি করিমন্নেছা বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ ছেড়ে দেন এলাকাবাসী।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, আপাতত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে।

(এমজে/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test