E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাবেক রেলমন্ত্রীসহ ৩৪জনের বিরুদ্ধে দু’টি চাঁদাবাজি মামলা দায়ের

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৮:২৫:৪৩
সাবেক রেলমন্ত্রীসহ ৩৪জনের বিরুদ্ধে দু’টি চাঁদাবাজি মামলা দায়ের

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা আমলী আদালতে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ৩৪জনের বিরুদ্ধে পৃথক দু’টি চাঁদাবাজি মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার পাংশা উপজেলার শিহড় গ্রামের মৃত দলুর উদ্দিন আহম্মেদের ছেলে এবিএম নাজিমদ্দিন আহম্মেদ (ওহাব) বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪জন এবং গাড়াল গ্রামের দুঃখী লালের ছেলে মোঃ আবুল হোসেন ওরফে আবুল মহাজন বাদী হয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো সহ ২৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪জনকে আসামী করে মামলা দায়ের করেন।

মামলার বাদী এবিএম নাজিমদ্দিন আহম্মেদ (ওহাব) বলেন, ২০২৩ সালের ১৪ এপ্রিল সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের নির্দেশে মাছপাড়া ইউনিয়ন পরিষদে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ টাকা দাবি করে। ৭দিনের মধ্যে দাবিকৃত টাকা না দিলে ও সপ্তগ্রাম ঈদগাহ ও গোরস্থান কমিটির সম্পাদক পদ হতে পদত্যাগ না করলে তাকে ও তার ভাইকে হত্যা করে লাশ গুমের হুমকি দেয়। গত ২১ এপ্রিল বিকেলে রমজানের ঈদের প্যান্ডেল ভেঙে দেয়। পরে তাদের ভয়ে ঢাকায় আত্নগোপনে থাকেন।

মামলার বাদী মোঃ আবুল হোসেন ওরফে আবুল মহাজন বলেন, ২০১৯ সালের ১৫ মার্চ রাত ৮টার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়োর নির্দেশে পিস্তল ও রিভালভার নিয়ে বাড়ীতে গিয়ে ফাঁকা গুলি করে। মারধর করে ১০লক্ষ টাকা চাঁদাদাবি করে। ভয়ে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা প্রদান করে ১৫ দিনের সময় চাইলে ৭দিনের সময় দিয়ে চলে যায়। চাঁদাদিতে না পাড়ায় পার্শ্ববর্তী জানিপুর পৌর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে বাধ্য হন। গত ২৯ মার্চ বসতবাড়ী সংলগ্ন জমি থেকে ৪লক্ষ টাকা মুল্যের শিশু গাছ কেটে নিয়ে যায়।

বাদীপক্ষের আইনজীবি রাজবাড়ী আদালতের এ্যাড. মাহফুজুর রহমান বলেন, মামলা দু’টি আমলে নিয়ে ওসি, পিবিআইকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

(একে/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test