E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা  

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৮:০২:১১
ফুলপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা  

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে নবনিযুক্ত জেলা প্রশাসক মুফিদুল আলমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এডভোকেট আবুল বাসার আকন্দ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাবেক পৌর মেয়র আমিনুল হক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ইসলামী আন্দোলনের ফুলপুর শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দীন, জামায়াতে ইসলামের ফুলপুরের আমীর গোলাম কিবরিয়া, ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, নাজিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জিল্লুর রহমান হৃদয়, মিজানুর রহমান সুজন, আন্দোলনের লাবিব রাহাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা ফারুক আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করেন।

(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test