E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চোর সন্দেহে ঘুমন্ত যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যা

২০২৪ সেপ্টেম্বর ১৬ ১৬:৪৫:১৮
চোর সন্দেহে ঘুমন্ত যুবককে বাড়ি থেকে তুলে এনে পিটিয়ে হত্যা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে জীবন (২৫) নামে এক ঘুমন্ত যুবককে বাড়ি হতে ডেকে নিয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বীরগঞ্জ উপজেলা সদর পৌর শহরের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে জ্যোৎস্না ফিলিং স্টেশনের গোডাউন কাম জেনারেটরের কক্ষে এ ঘটনা ঘটেছে।

জ্যোৎস্না ফিলিং ষ্টেশনের স্বত্ত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টুর মিলের গোডাউনে পাম্পের জেনারেটর রুমে বেধে রেখে পিটিয়ে হত্যা করা হয়। নিহত যুবক জীবন ইসলাম (২৫) পৌরসভার ২নং ওয়ার্ডের ফিসারী এলাকার রোস্তম আলী গাঠু মিস্ত্রির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পার্শ্ববর্তী জ্যোৎস্না ফিলিং স্টেশন সংলগ্নে ২ নং ওয়াডের মৃত আব্দুল বাতেনের পুত্র লাইজু অরফে বাবুর ট্রাক্টরের ব্যাটারি চুরি হয়। তাই জীবন ইসলামকে চোর সন্দেহে রবিবার সকাল ৮টার দিকে জ্যোৎস্না ফিলিং স্টেশনের নাইট গার্ড জাহাঙ্গীর ওরফে বাঘা বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে ফিলিং ষ্টেশনের জেনারেটর রুমে নিয়ে নিয়ে গিয়ে হাত বেঁধে তিন ঘণ্টা ধরে কয়েক দফায় মারধর ও চরম শারীরিক নির্যাতন করে পাম্প মালিক রতন কুমার সাহা রেন্টু, ট্রাক্টর মালিক বাবু সহ সংবদ্ধ একটি কিলার গ্রুপ। বেলা ১১টার দিকে ঘটনাস্থলেই জীবন ইসলাম মৃত্যু হলে তারা তাকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।

হত্যাকাণ্ডে নিহত জীবনের বোন রুকসানা ও প্রদক্ষদর্শী রবিউল ইসলাম জানান, জীবন কে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় তুলে এনে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারপিট করে কিলার গ্রুপ, তার শরীরে গরম পানি ঢেলেছে এবং সিগারেটের ছ্যাঁকা দিয়ে পাশবিক নির্যাতন করা হয় বলেও তারা জানান।

এ সময় জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন সাহা রেন্টুর হাত-পা ধরে প্রাণে বাঁচার আকুতি মিনতি করেও রেহাই পায়নি জীবন ইসলাম।

নিহত জীবনের পিতা রোস্তম আলী গাঠু মিস্ত্রী জানান, সকালে গোলাপগঞ্জ রোডস্থ বাতেন এর ছেলে বাবু, নাইট গার্ড জাহাঙ্গীর বাঘা সহ কয়েক জন দুর্বৃত্ত আমার ছেলে জীবনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখেন তার ছেলে জীবন ইসলামের ক্ষত বিক্ষত মৃতদেহ ভ্যানের উপর পড়ে আছে।

হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সাইফুল ইসলাম জানায়, হাসপাতলে আনার পূর্বেই তার মৃত্যু হয় হাসপাতালে নিয়ে আসা হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, খুনিরা জীবন ইসলাম কে চুরির অপবাদে পিটিয়ে হত্যা করেছে।এটি অত্যন্ত পাষবিক ও নির্মম হত্যাকান্ড। ন্যায় বিচার নিশ্চিত করতে তিনি নিহতের পরিবারের সদস্যদের আশ্বস্ত করেছেন। হত্যাকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সাংবাদিকদের নিশ্চিত করেন।

(এসএস/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test