E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি

২০২৪ সেপ্টেম্বর ১৫ ২০:২১:৩৯
বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি

একে আজাদ, রাজবাড়ী : বৈরী আবহাওয়ার কারণে পদ্মা-যমুনা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক সাব ইন্সপেক্টর শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হচ্ছে। ফলে আবহাওয়া অনুকূলে না থাকায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে শনিবার সকাল ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বর্তমানে ছোট বড় মিলিয়ে আটটি ফেরি চলাচল করছে। তবে যাত্রী এবং গাড়ির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম।

(একে/এএস/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test