E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গত ৩ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে মাদারীপুর শহরের রাস্তা, জনজীবন দুর্ভোগে 

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৯:০৮:৩৫
গত ৩ দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে মাদারীপুর শহরের রাস্তা, জনজীবন দুর্ভোগে 

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে গত তিনদিনের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। এতে করে জনজীবন দুর্ভোগে পড়েছে। এছাড়াও বৃষ্টির পানি বের হতে না পারায় কিছু বাড়িতে পানি ঢুকে পড়ায় পড়েছে। 

এছাড়াও গত দুইদিন ধরে মাদারীপুর জেলায় লোডশেডিং বেড়েছে। শহরের কিছুটা সময় বিদ্যুৎ থাকলেও গ্রামাঞ্চলে তীব্র আকার ধারণ করেছে। ফলে জনজীবন আরো বেশি ভোগন্তিতে পড়েছে।

রবিবারও (১৫ সেপ্টেম্বর) গত দুইদিনের মতো সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এতে করে সাধারণ মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। জরুরি কাজ ছাড়া রাস্তাঘাটে মানুষজন তেমন একটা দেখা যায় না।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় মাদারীপুরে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত দুইদিনে ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৭.০০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ২৪.০৮ ডিগ্রি সেলিসিয়াসে আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিনদিনের বৃষ্টিতে শহরের অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। এমনকি শহরের অনেক জায়গায় বৃষ্টির পানি বের হতে না পারায় ঘরেও ঢুকে পড়েছে। এতে করে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। শহরের কালিবাড়ি সড়ক, ইউআই স্কুল সড়ক, ফুড অফিসের মোড়, নিরাময় হাসপাতাল রোড, বাদামতলা রোড, শহীদ মানিক সড়ক, তরমুগরিয়া, শহীদ বাচ্চু সড়ক, পাবলিক লাইব্রেরী রোডসহ বিভিন্ন সড়ক বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এছাড়াও শহরের পানিছত্র, গোলাবাড়ি, পুরানবাজার, শকুনি এলাকাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি ঘরে ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এছাড়াও গত দুইদিন ধরে লোডশেডিং এর ফলে সাধারণ মানুষ আরো বেশি ভোগান্তিতে পড়েছে।

মাদারীপুর পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস বলেন, বৃষ্টির পরিমান বেশি হওয়ায় কয়েকটি সড়কে পানি জমেছে। আস্তে আস্তে পানি নেমে যাবে। শহরের বিভিন্ন এলাকায় এখনো উন্নত ড্রেনেজ ব্যবস্থা নেই, তাই বৃষ্টির পানি নামতে সময় লাগছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা হলে শহরবাসীর এই দুর্ভোগ হতো না।

মাদারীপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় ১৬৬ মিলিমিটার ও তার আগের ২৪ ঘন্টায় ৪৮ মিলিমিটারসহ দুইদিনে মোট ২১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

(এএসএ/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test