E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এসএম জিলানীর গাড়ি বহরে হামলা, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

২০২৪ সেপ্টেম্বর ১৪ ১৮:৫৮:৪৯
এসএম জিলানীর গাড়ি বহরে হামলা, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর গাড়ি বহরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৪ টার দিকে স্বেচ্ছাসেবক দল গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্বর্ণপট্টি গিয়ে শেষ হয়।

সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা বক্তব্য রাখেন। এ সময় জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিক উজ্জামান, আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, এ্যাড. তৌফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ সহ বিএনপি, অঙ্গ সংগঠন ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হীরা বলেন, স্বচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় গ্রামের বাড়িতে যাওয়ার সময় গোপালগঞ্জের ঘোনাপাড়ায় আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হয়। হামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত ও অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানাই।

(এমএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test