E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে সমাবেশ

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৮:৪৯:৪৬
নড়াইলে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে সমাবেশ

নড়াইল প্রতিনিধি : নড়াইলে কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং, সন্ত্রাসীকর্মকান্ড, চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেট নির্মূলের দাবিতে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সচেতন যুব ও ছাত্র সমাজ নড়াইলের আয়োজনে নড়াইল প্রেসক্লাবে চত্ত্বরে এ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের রুপগঞ্জ বাজারে সিকদার কমপ্লেক্স সামনে থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে জেলা প্রশাসক,পুলিশ সুপার ও নড়াইল জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ক্যাম্প প্রধান এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইলের বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, ইভটিজিং এর কারণে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না, সব সময় তাদের সাথে অবিভাবকরা থাকে না। রাস্তায় যেতে গেলে, ইজিবাইকে উঠলে বিভিন্ন সময় মেয়েদের বিরক্ত করে। এছাড়া বিভিন্ন স্থানে মাদক সেবক, সন্ত্রাসীরা ঝামেলা করে, রাস্তায় বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করা হয়। এবং বাজারে সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সব সমস্যা চলে আসছে, প্রশাসনকে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সমাবেশে দাবি জানানো হয়।

এ সময় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সাবেক সভাপতি মোঃ রিয়াজ হাসান, এনসিটিসি এর সাবেক সাধারন সম্পাদক মোঃ রাসেল বিশ্বাস, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী লাবণ্য বিশ্বাস প্রমা, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌসুমী শারমিন তিশা, শিক্ষার্থী মাসুরা খানম, এস এম রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা ও যুবকরা উপস্থিত ছিল।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test