E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে মিন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ১২ ১৬:২৫:০৭
ফরিদপুরে মিন্টু চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের পঞ্চাশোর্ধ মো. হিরু শেখের মৃত্যুর প্রায় ৩ বছর ৯ মাস পর আদালতে দায়ের করা মামলায় ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে আসামী করা হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর নদী বন্দর এলাকায় ডিগ্রির চর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে এ মামলাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অভিহিত করে তা প্রত্যাহারের দাবী জানায় এলাকাবাসী। তারা দাবী করেন, বর্তমান চেয়ারম্যানের জনপ্রিয়তায় ইর্ষন্বিত হয়ে প্রতিপক্ষের ইন্দনে মামলাটি দায়ের করা হয়েছে, এতে ওই চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ঠিকমতো সময় দিতে না পারায় কার্যক্রম ব্যহত হচ্ছে, ভোগান্তিতে পড়ছে ইউনিয়নবাসী। তাই এ মামলা থেকে মিন্টু চেয়ারম্যানকে অব্যহতি দেয়ার দাবি জানান মানববন্ধনকারীরা। এসময় তারা আরো অভিযোগ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যাক্তি যারা বালু চুরির সাথে জড়িত, তাদের অনৈতিক কাজে বাধা দেয়ায় মামলার বাদিকে ইন্ধন দিয়ে এই মামলায় তাকে জড়ানো হয়েছে। এমনকি একাধিক ফেক আইডি খুলে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারও চালানো হচ্ছে হলে দাবি করেন এলাকাবাসী। এ মানববন্ধনে শত-শত সর্বস্তরের নারী পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, ফরিদপুরের সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. হিরু শেখ, ২০২০ সালের ০৯ নভেন্বর মৃত্যু বরন করেন। এর প্রায় তিন বছর ৯ মাস পর গত ৩১ আগষ্ট ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা দায়ের করেন তার পুত্র শেখ রুমন। ওই মামলায় ডিক্রির চর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিন্টু ও তার আরো চার ভাইসহ মোট ১২ জনের নাম উল্লেখ করে এবং আরো ১০ থেকে ১২ জনকে আসামী করা হয়।

মানববন্ধন পরবর্তী সময়ে এই বিষয়ে জানতে মিন্টু চেয়ারম্যানকে ফোন করা হলে তিনি জানান, 'মামলাটি সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। ওরা প্রশাসনকে ফাকি দিয়ে অবৈধ ভাবে বালু কেটে বিক্রি করে, ওই কাজে আমি বাধা দেই। সেই কারণে ওরা হয়তো এমনটি করেছে। নিজের মৃত বাবাকে নিয়েও এরা ষড়যন্ত্রের খেলা খেলে। আল্লাহ ওদের ক্ষমা করুক'। এদিকে, এই বিষয়ে বক্তব্য নিতে এই মামলাটির বাদী রুমন শেখের সাথে একাধিক মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test