E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রতিষ্ঠান প্রধানদের জোর পূর্বক পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে’

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৯:০২:৪৮
‘প্রতিষ্ঠান প্রধানদের জোর পূর্বক পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে’

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে ইউএনও'র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর দেড়টায় উপজেলা পরিষদ হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব'র সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার কাজল তন্ত্র পাল'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ফারজানা রহমান বলেন, প্রতিষ্ঠানের প্রধানদের জোর পূর্বক পদত্যাগ বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে হবে। এবং প্রতিটি স্কুলের সকল শিক্ষকদের তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে অবশ্যই সৌহার্দপূর্ণ আচরণ থাকতে হবে। শিক্ষার্থীরা কাজ করে চিন্তা ভাবনা না করে ইমোশনালি, কিন্তু আমাদের যারা শিক্ষক আছেন তাদেরকে ইমোশনালি চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই। শিক্ষকদের চিন্তা থাকতে হবে যুক্তিযুক্ত। তাই শিক্ষার্থীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। অভিভাবকদের সাথে সভার মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এই উপজেলায় আমি সদ্য যোগদান করেছি। আমার জন্য দোয়া করবেন আমি যেনো উপজেলাবাসীর সহযোগিতায় এ উপজেলাকে কাজের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।

এসময় উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন৷

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test