E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাতে গণপিটুনির শিকার, সকালে লাশ উদ্ধার 

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৭:১৯:২৪
রাতে গণপিটুনির শিকার, সকালে লাশ উদ্ধার 

নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের শংকর পাশা গ্রামে জমিতে পড়ে থাকা বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকালে পুলিশ ও ফরিদপুর সিআইডি ক্রাইমস টিম ঘটনা স্থলে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশের পরিচয় শনাক্ত করেন।

নগরকান্দা থানার ওসি তদন্ত বিকাশ মন্ডল ও সিআইডির তদন্তকারি এসআই দীপংকর বলেন, লাশের পরিচয় সনাক্ত করা গেছে। তার নাম বেল্লাল গাজী (৮৩)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানার পশ্চিম লক্ষী খোলা গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে শংকর পাশা গ্রামের লতিফ মন্ডলের ভ্যান গাড়ি চুরির ঘটনায় লোকজনের সরগরম হয়, সে সময় গণপিটুনির শিকার হন তিনি। সকালে স্হানীয় লোকজন লাশ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

ভ্যান মালিক লতিফ মন্ডল পলাতক থাকায় তার বক্তব্য জানা যায়নি।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান বলেন, লাশ পড়ে থাকার বিষয় স্হানীয়রা জানালে ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য পাওয়া যাবে।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ১১, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test