E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

২০২৪ সেপ্টেম্বর ১০ ২০:৫৭:৫৩
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে ফরিদপুরের পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যদের সাথে পুলিশ সুপারের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যগণ পুলিশ সুপারকে সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড, অনিময়, দুর্নীতি, সিন্ডিকেট, মাদকসহ বিভিন্ন বিষয়ে অবগত করেন।
এসময় পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। তিনি বলেন, ‘ফরিদপুর জেলা পুলিশ যে কোন পরিস্থিতিতে জনগণের পাশে আছে। কোথাও কোন অনিয়ম বা অপকর্ম হতে দেখলে তাৎক্ষণিক জেলা পুলিশকে তথ্য দিয়ে দিয়ে সহায়তা করার আহবান জানান পুলিশ সুপার।

এসময় পুলিশের কোন ভুল হলে সেটা ধরিয়ে দিতে এবং পুলিশ কর্তৃক কোথায় কেউ হয়রানির স্বীকার হলে সেটাও পুলিশ সুপারকে অবহিত করার আহ্বান জানান আব্দুল জলিল।
সভায় ফরিদপুরে অতিরিক্ত পুলিশ সুপার, (প্রশাসন ও অর্থ) মো. ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test