E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভারতে পণ্য খালাসের পর ভোমরায় ঢোকার সময় ট্রাকে মিললো ১৯ বোতল মদ

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৯:৪৩:৫৬
ভারতে পণ্য খালাসের পর ভোমরায় ঢোকার সময় ট্রাকে মিললো ১৯ বোতল মদ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙায় পন্য খালাসের পর আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ভোমরায় ঢোকার প্রাক্কালে শূন্য রেখায় খালী ট্রাকে তল্লাশী করে ১৯ বোতল বিভিন্ন ধরণের মদ উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে  ট্রাকসহ চালক ও তার সহযোগীকে।

আটককৃতরা হলেন, ট্রাকের চালক গৌতম দে মাদারীপুর জেলার ডাসার থানাধীন পূর্ব মাইজপাড়া গ্রামের ননী গোপাল দে’র ছেলে এবং চালকের সহকারি মোহাম্মদ আল-আমিন একই থানাধীন পূর্ব চিরাইপাড়া গ্রামের আইয়ুব আলী বেপারীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থল বন্দরের চেকপোষ্ট এলাকায় ভোমরা বিওপির নায়েক সুবেদার মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দল ভোমরা শুন্য রেখা বরাবর অবস্থান নেয়।

এসময় বৈশাখী ট্রেডার্স এর ১টি খালি ট্রাক (নম্বর ঢাকা মে্েরটা- ট-১৬-২০৮২) রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে নামিয়ে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় শূন্য রেকা বরাবর ট্রাকটি তল্লাশী করে ১৯ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের মূল্য ২৮ হাজার ৫০০ এবং ট্রাকটির মূল্য ৩০ লাখ টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য ও ট্রাকসহ আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test