E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরের টিআই তুহিন ও স্ত্রী জামিলার ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ 

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৯:১২:৩২
ফরিদপুরের টিআই তুহিন ও স্ত্রী জামিলার ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ 

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে থাকা প্রায় চার কোটি টাকার ব্যাংক হিসাব ও স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আকবর আলী খানের নির্দেশে গত রবিবার এ সম্পত্তি জব্দ করে দুদক ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়।

দুদক সূত্রে জানা গেছে, জৈনক ব্যক্তি ট্রাফিক পুলিশ কর্মকর্তা তুহিন লস্কর ও তার স্ত্রীর নামে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের একটি অভিযোগ ফরিদপুর জেলা দুদক কার্যালয়ে জমা দেন। অজ্ঞাতনামা ওই ব্যক্তির তথ্য ও অভিযোগের ভিত্তিতে ফরিদপুর দুদকের উপ-সহকারি পরিচালক মো. ইমরান আকন্দ অনুসন্ধান শুরু করে। দুদক কর্মকর্তা ইমরান আকন্দ টিআই তুহিন ও তার স্ত্রীর নামে স্থাবর–অস্থাবরসহ প্রায় চার কোটি টাকা মূল্যের সম্পত্তির সন্ধান পান। এ সম্পত্তি জব্দের সুপারিশ করে ফরিদপুর দুদক অফিস গত ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয় বরাবর একটি আবেদন পত্র পাঠায়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ সেপ্টেম্বর আদালত টিআই তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভীনের নামে থাকা প্রায় চার কোটি টাকার ব্যাংক হিসাব ও স্থাবর সম্পত্তি জব্দকরার জন্য আদেশ দেন। এরপর গত রবিবার তাদের ওসব সম্পত্তি জব্দ করে দুদক, স্থগিত করে দেওয়া হয় তাদের সব ব্যাংক হিসাব।

এসব বিষয়ে ফরিদপুরের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) তুহিন লস্করের কাছে জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি উত্তরাধিকার ৭১ নিউজকে জানান, 'আমি এখনও দুদকের চিঠি পাইনি। চিঠি পেলে আমি আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত আছি। এক প্রশ্নের জবাবে তুহিন লস্কর আরো জানান, 'এসব মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ ছিলো।’

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test