E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র উদ্যোগে পানকাটা বিওপি‘র বেকার তরুণদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী

২০২৪ সেপ্টেম্বর ০৯ ২০:০৮:১৬
কাপ্তাইয়ে ৪১ বিজিবি’র উদ্যোগে পানকাটা বিওপি‘র বেকার তরুণদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় সীমান্তবর্তী বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান করা হয়েছে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের বেকার তরুণদের কারিগরী শিক্ষা প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষে (৪১বিজিবি) এর অধিনস্থ পানকাটা বিওপি‘র ব্যবস্থাপনায় গত ১৮ আগস্ট ২০২৪ তারিখ হতে ০৪ (চার) সপ্তাহব্যাপী জেনারেটর প্রস্তুতি এবং বৈদ্যুতিক ওয়েলডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলেই সফলতার সাথে উত্তীর্ণ হয়।

সোমবার (০৯ সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, পদাতিক সমাপনী বক্তব্য প্রদান করেন এবং সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্ন করার জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের তিনি আন্তরিক ভাবে অভিনন্দন জানান।

এ সময় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিয়মিত অনুশীলনের মাধ্যমে কর্মক্ষম রাখা এবং বাস্তব কর্মজীবনে প্রয়োগের মাধ্যমে অধিকতর সাফল্য বয়ে আনার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সমাপনী বক্তব্য শেষ করেন। এ সময় অধিনায়ক শিক্ষার্থীদেরকে বিষয়োক্ত প্রশিক্ষণের সনদপত্র এবং ওয়েল্ডিং ও বৈদ্যুতিক কাজের জন্য বিভিন্ন টুলস সামগ্রী প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ হতে বিজয় চাকমা এবং স্থানীয় জনসাধারনের পক্ষ হতে মেম্বার লক্ষীলাল চাকমা উপস্থিত থেকে বলেন, তারা দূর্গম সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে এ ধরনের জনকল্যানমূলক কার্যক্রম পরিচালনার জন্য কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) তথা বর্ডার গার্ড বাংলাদেশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও ভবিষ্যতে এধরনের জনকল্যানমূলক কার্যক্রম চলমান রাখার জন্য অধিনায়কের নিকট সবিনয় অনুরোধ করেন।

(আরএম/এএস/সেপ্টেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test