E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চাটমোহরে মাদ্রাসার সভাপতি দুর্নীতির বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৯:২৭:১৯
চাটমোহরে মাদ্রাসার সভাপতি দুর্নীতির বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রসার সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির বিচার দাবিতে মানববন্ধন এলাকাবাসী।

সোমবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেরার হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা চত্বরে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত এলাকার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধনে বক্তব্য দেন, আলহাজ্ব মোঃ গোলবার হোসেন, জাহের আলী সরদার, বর্তমান ইউপি সদস্য আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমূখ।

বক্তারা অভিযোগ করেন, হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা'য় সভাপতি থাকাকালীন স্থানীয় ইউপি চেয়ারম্যানের ছেলে ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ প্রায় ৭০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্য হাতিয়ে নিয়েছে। এছাড়া নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা করেছে। বক্তারা আরো বলেন, এমনকি সে নিজেও অনিয়ম তান্ত্রিকভাবে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে সভাপতি হয়েছেন। মানববন্ধনে এলকাবাসী এ সকল অনিয়মের প্রতিবাদ ও বিচার দাবি করেন।

এ বিষয়ে মাদ্রাসার বর্তমান সুপার মাওঃ মোঃ ওসমান গণী বলেন, আমি তখন এই মাদ্রসার সহকারী শিক্ষক হিসেবে চাকুরিরত ছিলাম। তখন এই মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্বে ছিলেন মাওঃ মোঃ আব্দুস সামাদ আজাদী ও সভাপতি হিসেবে মোঃ রাসেল আহম্মেদ ছিলেন। সে সময় তারা সুপার, দুইজন শিক্ষক, পিয়ন, আয়া ও নাইট গার্ড পদে নিয়োগ দিয়েছেন।

হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ দাখিল মাদ্রাসা'য় সাবেক সভাপতি ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন, সম্পূর্ণ বিধি মোতাবকে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিলো। আমার কাছে দলীয় কয়েকজন সুবিধা নেবার চেস্টা করে ব্যর্থ হয়ে এমন অভিযোগ তুলেছে। নিয়োগে কোন অর্থ লেনদেন হয়নি।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test