E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় থানায় মামলা

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৯:২২:৩৫
বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করায় থানায় মামলা

মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত. বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলীকে নিয়ে একই এলাকার জিতু মিয়ার ছেলে শেখ মোঃ জসিম সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি করায় গত শনিবার রাতে থানায় উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন তার ছেলে মোঃ অলিউর রহমান পারভেজ।

অলিউর রহমান পারভেজ অভিযোগে উল্লেখ করেন, আমি অলিউর রহমান পারভেজ, পিতা-মৃত সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ লিয়াকত আলী, থানায় হাজির হইয়া এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার পিতা মহান স্বাধীনতা যুদ্ধে স্ব-শরীরে অংশগ্রহন করেন। তিনি গত ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি সরকারী তালিকা ভুক্ত একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার পিতা মারা যাওয়ার পূর্বে শেখ মোঃ জসিম উদ্দিন আমার পিতাকে নিয়ে মানহানীকর সহ বিভিন্ন আজেবাজে মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ায়। সে তার ফেইচবুক আইডিতে লিখে, সিন্দুরখান ইউনিয়নে একজন ভূয়া মুক্তিযোদ্ধা আছেন। উনার নাম হচ্ছে লিয়াকত আলী। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষ থেকে ধরে সর্বস্তরের মানুষ সহ সাংবাদিকের উপর নির্যাতন চালিয়েছেন এবং অনেক গরিব দুঃখীর টাকা আত্মসাৎ করেছেন আমার কাছে অনেকেই বিচার দিয়েছেন কিন্তু এই স্বৈরাচারী সরকারের ভয় অনেক সময় নিজের জীবনকে বাঁচানোর জন্য এসব নিউজ থেকে এড়িয়ে চলেছি ইনশাল্লাহ এখন করবো।

আলিউর রহমান পারভেজ অভিযোগে আরো লিখেন, আমার ভাতিজা সাহেল আহমেদ গত ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে আমার পিতার মৃত্যুর সংবাদ তার ফেইসবুক আইডিতে পোষ্ট করে। সেই পোষ্টের কমেন্টে শেখ মোঃ জসিম কমেন্ট করে, মহান আল্লাহ তা'আলা যেন লিয়াকত আলীকে জাহান্নামের সবোর্চ্চ মাকাম দান করেন, আমিন। কত গরিব দুঃখীর টাকা পাওনা এগুলোর হিসাব কে দিবে এখন।

অলিউর রহমান পারভেজ অভিযোগে আরো উল্লেখ করে বলেন, পরবর্তীতে আমি শেখ মোঃ জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের অবগত করি কিন্তু তাদের কাছে কোন বিচার পাইনি। গত ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে আমার বাবাকে রাষ্ট্রের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আমরা অভিযোগ পেয়েছি, দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে আইন-আনুক ব্যবস্থা গ্রহন করা হবে।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সাংবাদিক পরিচয় দিলে এলাকায় চাঁদাবাজি সহ সহ তার উপর বেশ কয়েকটি মামলা রয়েছে।

(এএ/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test