E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে নদনদী জলাশয় দখলমুক্ত করার দাবি বাপার

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৯:২০:৩৭
জামালপুরে নদনদী জলাশয় দখলমুক্ত করার দাবি বাপার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে ব্রহ্মপুত্র নদসহ সকল নদী ভরাট, দখল-দূষণ ও বৃক্ষ নিধন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে বাপা।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের ফৌজদারী মোড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন জামালপুর জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বাপার উপদেষ্টা জাহাঙ্গীর সেলিমসহ স্থানীয় পরিবেশ কর্মী ও সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের টানা ১৬ বছরে জামালপুরে উন্নয়নের নামে ব্রহ্মপুত্র নদসহ অনেক নদী ও জলাশয় ভরাট করে দখল করা হয়েছে। এছাড়াও রাস্তা সম্প্রসারণের নামে সড়ক ও মহাসড়কের দুই পাশে অনেক গাছ কেটে ফেলা হয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে পরিবেশ ও জনজীবন।

তাই বক্তারা দ্রুত ভরাট ও দখল হওয়া নদ-নদী, জলাশয় উদ্ধার এবং প্রচুর পরিমাণে বৃক্ষ রোপনের দাবি জানান স্থানীয় প্রশাসনের কাছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test