E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কলেজের লাখ টাকার গাছ লুট মেহেন্দিগঞ্জে 

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৯:২৫:৩৪
কলেজের লাখ টাকার গাছ লুট মেহেন্দিগঞ্জে 

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট আরসি কলেজের প্রায় ৩৫ বছরের পুরনো লাখ টাকা মূল্যের রেন্টি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী কতিপয় বিএনপি ও যুবদল নেতার সহযোগিরা গাছ কেটে লুট করেছে নিয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, প্রকাশ্য দিবালোকে উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তা, জেলা উত্তর যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু ও পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজীর নির্দেশে তাদের সহযোগিরা কলেজের গাছ কেটে লুট করে নিয়েছে।

আরসি কলেজের চতুর্থ শ্রেনীর কর্মচারী (পিয়ন) মোঃ নান্নু মিয়া বলেন, গত ৩১ আগস্ট কলেজ বন্ধেরদিন প্রায় ৩৫ বছরের পুরনো লাখ টাকা মূল্যের গাছ প্রকাশ্যে কেটে নেওয়া হয়েছে। আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস হোসেন গাছ লুটের সত্যতা স্বীকার করেছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক গিয়াস উদিন দিপেন অভিযোগের ব্যাপারে বলেন, কলেজের একটি রেন্টি গাছ উপড়ে খালে পরেছিলো। যেকারণে ওই খাল দিয়ে চলাচলরত বিভিন্ন ব্যবসায়ীদের নৌকা চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে বাজারের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করেছে বলে শুনেছি। গাছ কেটে নেওয়ার সাথে আমি কিংবা বিএনপির কোন লোক জড়িত নেই।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test