E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী জোটভুক্ত সংগঠনের প্রতিনিধি সম্মেলন 

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৯:০৫:৫৪
টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী জোটভুক্ত সংগঠনের প্রতিনিধি সম্মেলন 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে শিক্ষক কর্মচারী ঐক্যজোট এবং জোটভুক্ত বাকশিস, বাশিস, বামাশিস ও বাকাশিস সহ অন্যান্য সংগঠনের জেলা প্রতিনিধিদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া।

সম্মেলনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি একেএম আব্দুল আউয়ালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন এবং শিক্ষক প্রতিনিধি রিয়ান রাজা।

সম্মেলনে জেলার সকল স্কুল-কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা সহ টাঙ্গাইলের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্য দূর করতে হবে, একযোগে চাকুরি জাতীয় করণ করতে হবে, অবসরে বয়সসীমা ৬৫ বছর ও শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, স্কেল অনুযায়ী ৪৫% বাড়ি ভাড়া প্রদান করতে হবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test