E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীর বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৮:২৯:০৮
রাজবাড়ীর বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বেশিরভাগ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তবে অনেকেই গোপনে ছুটির দরখাস্ত দিয়ে গা-ঢাকা দিয়েছেন। আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশত্যাগের পর থেকেই চলছে সর্বত্র নীরব চাঁদাবাজি ও দখলবাজি। বিএনপির কড়া হুশিয়ারি সত্ত্বেও থেমে নেই এসব দখল ও চাঁদাবাজি।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী জেলার ৫টি উপজেলা, ৪২টি ইউনিয়ন, ৩টি পৌরসভা। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর ৫টি উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান, ৩টি পৌরসভার মেয়রদের পদ স্থগিত করা হয়েছে। ৪২টি ইউনিয়নের বেশির ভাগ চেয়ারম্যানই আওয়ামী লীগ ঘরনার হওয়ায় আত্মগোপনে রয়েছেন। আত্মগোপনে থাকায় নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। অনেক চেয়ারম্যান ছুটির দরখাস্ত দিয়ে আর পরিষদে আসছেন না। প্যানেল চেয়ারম্যানরা তাদের কার্যক্রম পরিচালনা করছেন। আবার অনেক চেয়ারম্যানের বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের হওয়ায় তারা গা-ঢাকা দিয়েছেন।

অন্যদিকে ৫ আগস্টের পর এলাকায় নীরব চাঁদাবাজি, জমি দখল, মারধর, হাট-বাজার, খেয়াঘাট, বালু মহাল দখলের মহোৎসব শুরু হয়েছে। দৌলতদিয়া ফেরি ঘাট, দৌলতদিয়া পতিতালয়, জৌকুড়া ফেরি ঘাট, বালু মহাল, হাট-বাজার দখলসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির বিষয়কে কেন্দ্র গত ৩ দিন ধরে গোয়ালন্দ উপজেলা বিএনপির পাল্টাপাল্টি মানববন্ধন, সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাড. আসলাম মিয়াপন্থিরা। চাঁদাবাজির এ অভিযোগ নিয়ে উত্তেজনা বিরাজ করছে দুটি গ্রুপের মধ্যে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার দলের মধ্যে কোনো চাঁদাবাজকে প্রশয় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি অ্যাড. আসলাম মিয়া বলেন, বিষয়টি নিয়ে জেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সকলকে চাঁদাবাজ ও দখলবাজদের এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে দলীয় হাইকমান্ডের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে বিষোদগার করার অভিযোগে সংবাদ সম্মেলনে কারা চাঁদাবাজি করছে তা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান।

(একে/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test