E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘পুলিশ রাষ্ট্রের, কোন দলের না’

২০২৪ সেপ্টেম্বর ০৭ ১৭:৫৩:৫২
‘পুলিশ রাষ্ট্রের, কোন দলের না’

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে নবনিযুক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেছেন, পুলিশ রাষ্ট্রের, পুলিশ কোন দলের না। পুলিশ তার আইন অনুযায়ী জনগণের সেবা করবে। সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করবে। অবৈধ আস্ত্রধারী মাদকসহ কোন অপরাধী ছাড় পাবে না। বাগেরহাটকে অবৈধ্য অস্ত্র, মাদক ও সন্ত্রাসমুক্ত করার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বাগেরহাটে যেসব হামলা, ভাঙচুর ও চিংড়ি ঘের দখলের ঘটনায় সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বাগেরহাটে কর্মরত গনমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় নবাগত এসপি আরো বলেন, হচ্ছেন সাংবাদিকরা পোশাক ছাড়া পুলিশ। পুলিশ যেমন অপরাধ দমনে কাজ করে, সাংবাদিকরা তার লেখনির মাধ্যমে অপরাধীদের তথ্য প্রকাশ করে। বস্তুনিষ্ঠ সংবাদ দেশ ও জাতিকে এগিয়ে যেতে সাহায্য করে। বাগেরহাটের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

মতবিনিময় সভায় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আহসানুল করিম, নীহার রঞ্জন সাহা, মো. দেলোয়ার হোসেন, বাবুল সরদার, প্রেসক্লাবের কোষাধক্ষ মোল্লা মাসুদুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টটুুল, সাংবাদিক মো. ইয়ামীন আলী, শেখ আবু সাঈদ শুনুসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক, অবৈধ অস্ত্র, সড়কের শৃঙ্খলাসহ সামপ্রতিক সময়ে হামলা, ভাঙচুর, চিংড়ি ঘের দখলের নানা বিষয়ে নবাগত পুলিশ সুপারের নিকট তুলে ধরে তা সমাধানের দাবি জানান।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test