E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজারহাটে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ মিছিল সমাবেশ

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৭:২৮:২৫
রাজারহাটে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট : কুড়িগ্রামের রাজারহাটে বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ওই প্রতিষ্ঠান চত্বরে শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

পরে এক সমাবেশে বক্তব্য রাখেন আঃ রহিম সরকার, আমিনুল ইসলাম ও ১০ম শ্রেনির ছাত্রী মোছাঃ মৌ খাতুন। বক্তারা বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে প্রতিষ্ঠানে যাতায়াতের পথরোধ করে কয়েকজন ব্যক্তি দোকানপাট স্থাপন করেছে। এসব দোকান অবিলম্বে উচ্ছেদ করতে হবে।

এছাড়া এই প্রতিষ্ঠানের শিক্ষিকা নাছরিন আক্তার ও তার লোকজন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন করে পরিবেশকে উত্তপ্ত করে তোলেছে। সে কারনে ওই শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। শেষে শিক্ষার্থীরা ৭দফা কর্মসূচী ঘোষনা করেছে।

(পিএস/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test