E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৩ তম শাহাদত বার্ষিকী পালিত

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৪:২৯:৪৩
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৩ তম শাহাদত বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। 

মহান এই বীরের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নূর মোহাম্মদ নগরে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাষ্ট,নড়াইলের আয়োজনে কোরআন খানি,শহীদের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,গার্ড অব অনার প্রদান (সশস্ত্র সালাম),দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

স্মৃতিসৌধে পুস্পস্তক অর্পন করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,সদর উপজেলা প্রশাসন,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়,বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন।

এসময় পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

এর আগে একটি শোক র‍্যালী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহম্মদ শেখ স্মৃতিসৌধে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ।

এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ দোলন মিয়া,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) মোঃ জুবায়ের হোসেরন চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এস,এ,মতিনসহ সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, নূর মোহম্মদ শেখের পরিবারের সদস্য,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে তিনি শাহাদতবরণ করেন। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।

(আরএম/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test