E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বঙ্গবন্ধু উদ্যানের নাম বাতিলের দাবিতে মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ০৪ ২০:০৬:০৭
বঙ্গবন্ধু উদ্যানের নাম বাতিলের দাবিতে মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর ঐতিহাসিক বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগরীর উদ্যান সংলগ্ন বান্দরোডে স্বাধীনতা ফোরাম বরিশালের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছাসেবক দলের মহানগর শাখার যুগ্ম আহবায়ক তারিক সোলাইমানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় স্বাধীনতা ফোরামের জেলা কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও স্বাধীনতা ফোরামের কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। বক্তারা বরিশালের বেলস পার্কের প্রশাসনিক নাম বঙ্গবন্ধু উদ্যান বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহ আল আবিরের নামকরণ করার দাবি করেন।

মানবনন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস শাকিব, শহীদ আবীরের বাবা মোঃ মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রফিকুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল হক মিঠু প্রমুখ। সবশেষে উপস্থিত স্বাধীনতা ফোরামের নেতৃবৃন্দরা শহীদ আব্দুল্লাহ আবিরের নামে ব্যানার টানিয়ে দোয়া-মোনাজাত করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test