E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ দাবি

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৯:৩৬:৩৯
বকশীগঞ্জে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ দাবি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগে শাহীন ক্যাডেট স্কুলের পরিচালকের অপসারণ দাবি করেছে শিক্ষার্থীরা। অপসারণ দাবিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে উপজেলা মোড়ে অবস্থিত শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবক জানান, শাহীন ক্যাডেট স্কুলের পরিচালক আনোয়ার হোসেন বিভিন্ন সময় নবম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা ও অশ্লীল অঙ্গভঙ্গি করে থাকেন।

বুধবার বিষয়টি জানাজানি হলে নবম শ্রেণির শিক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা পরিচালক আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ শুরু করলে আনোয়ার হোসেনের পক্ষের কিছু শিক্ষার্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

যৌন হয়রানির বিষয়ে অভিযুক্ত পরিচালক আনোয়ার হোসেন জানান, এটা যারা অভিযোগ করেছে তারাই মূল হোতা।

এ বিষয়ে শাহীন ক্যাডেট স্কুল বকশীগঞ্জ শাখার আরেক পরিচালক মতিয়ার রহমান জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আশা করি দ্রুত সব কিছুর সমাধান হবে।

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, পরিচালকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হলে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ আপাতত সবাইকে শান্ত থাকতে বলা হয়েছে।

শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test