E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চালু হলো জামালপুর-ঢাকা রোডে বিআরটিসি বাস সার্ভিস

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৯:২৯:১০
চালু হলো জামালপুর-ঢাকা রোডে বিআরটিসি বাস সার্ভিস

রাজন্য রুহানি, জামালপুর : জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ও চাহিদা বিবেচনা করে জামালপুর-ঢাকা রোডে চালু হয়েছে বিআরটিসি বাস সার্ভিস। শহরের ফৌজদারী মোড় থেকে দুই সময়ে বিআরটিসির দুটি বাস টাঙ্গাইল হয়ে ঢাকা ও ঢাকা হতে জামালপুর ফিরে আসবে।

সকাল ৭টায় ও রাত ১২টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এ দুটি বাস। একইভাবে ঢাকার কমলাপুর বিআরটিসি ডিপো থেকে জামালপুর উদ্দেশে এই বাস দুটি ছেড়ে আসবে রাত ১২টা ও সকাল ৭টায়। বিরতিহীনভাবে বিআরটিসি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে জামালপুর থেকে ঢাকা পর্যন্ত পুরো দূরত্বের জন্য ৫শ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক মো. শফিউর রহমান ফিতা কেটে এ বাস সার্ভিস উদ্বোধন করেন।

উদ্বোধনের সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শীতেষ চন্দ্র রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী মুনমুন জাহান লিজা, বাস মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম জার্নিস, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সাবেক সভাপতি এম.এ জলিল, ও বিআরটিসি কর্মকর্তা কামরুজ্জামান প্রমুখ।

জানা গেছে, জেলার নাগরিকদের দাবির প্রেক্ষিতে এর আগে ২০১৯ সালে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু বাস মালিকদের সিন্ডিকেটের কারণে কয়েক মাস যেতে না যেতেই ওই বাস সার্ভিস বন্ধ হয়ে যায়। এ রোডে ব্যক্তিমালিকানাধীন বাস সার্ভিসের অবস্থা খুবই নাজুক। ভালো মানের কোনো বাস সার্ভিস নেই। এতে দীর্ঘদিন ধরে এই জেলার মানুষ সড়কপথে যোগাযোগের ক্ষেত্রে নানা দুর্ভোগ পোহাচ্ছিলেন। দুটি এসি বাসের কারণে এই দুর্ভোগ কিছুটা কমবে। তবে যাত্রীসেবার মান ধরে রাখতে হবে।

উদ্বোধনকালে জামালপুর জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে জামালপুর ঢাকা রোডে এ বাস দুটির স্বাভাবিক গতিতে চলাচলের ক্ষেত্রে কোনো সিন্ডিকেটের কবলে পড়ে এটি যেন বন্ধ না হয় এজন্য যাত্রী সাধারণ বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ, জামালপুর-ঢাকা রোডে চলাচলের ক্ষেত্রে ০১৭৯৮৫১৯৭৩৩ এ নাম্বারে যোগাযোগ করে টিকিট সংগ্রহের জন্য বলা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test