E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পিলখানা হত্যাকাণ্ড 

টাঙ্গাইলে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৮:৪৪:২০
টাঙ্গাইলে চাকরিচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান 

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুণর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান  করেছেন টাঙ্গাইল জেলার চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার। 

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা চাকরিচ্যুত বিডিআর কল্যাণ পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপাহী মো. হাকিম, মো. রতন মিয়া, মো. আরিফ, হাবিলদার আবুল বাশার প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িতকরে সারা দেশে ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়।এসব হত্যার বিচার করতে হবে। এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুণর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

পরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test