E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভৈরবের স্বাস্থ্য সেবা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও

২০২৪ সেপ্টেম্বর ০৪ ১৪:৪৯:১৬
ভৈরবের স্বাস্থ্য সেবা এখন প্রত্যন্ত গ্রামাঞ্চলেও

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : স্বাস্থ্য সেবা এখন ভৈরবে কর্মরত স্বাস্থ্যকর্মীরা দিন রাত প্রত্যন্ত গ্রামাঞ্চলেও সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলার উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতেও এখন নিয়মিত স্বাস্থ্য সেবা প্রদান করা হচ্ছে। গত ৪ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এক গর্ভবতীকে মাকে নিয়ে আসেন তার পরিবারের লোকজন। পরে উপস্বাস্থ্যে কেন্দ্রে থাকা দায়িত্বরত পরিবার পরিকল্পনা অফিসের এফডব্লিউভি মিলি আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদকে ঘটনাটি অবহিত করেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ঘটনা দ্রুত সমাধানের জন্য কর্মরত মিডওয়াইফ হালিমা আক্তারকে নির্দেশ প্রদান করেন। মিডওয়াইফ হালিমা আক্তার ও এফডব্লিউভি মিলি আক্তার মিলে গর্ভবতী মহিলা পূর্ণিমা (২১) এর নরমাল ডেলিভারীর ব্যবস্থা করেন। অল্প সময়ের মধ্যেই পূর্ণিমা একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্মদেন। গর্ভবতী গৃহবধূ পূর্ণিমা উপজেলার কান্দিপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। নবজাতক ও প্রসূতি মা উভয়েই সুস্থ্য আছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ বলেন, আমি চেষ্টা করি আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার সবগুলো উপস্বাস্থ্য কেন্দ্রগুলি থেকেও মানুষকে সেবা দেয়ার জন্য। ইতিমধ্যে আপনারা দেখেছেন ট্রেন দুর্ঘটনা থেকে শুরু করে এলাকার বড় বড় সংঘর্ষের শত শত আহত রোগীদেরকেও আমরা চিকিৎসা দিয়ে তাদেরকে সুস্থ্য করার চেষ্টা করেছি। আমি যে ক’দিন থাকবো এই স্বাস্থ্য কমপ্লক্স ও উপজেলা উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতেও সেবা অব্যাহত রাখার চেষ্টা করবো। আজকের এই গৃহবধূর প্রসবের ঘটনাটি জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম স্যারকে জানিয়েছি। ইতিমধ্যে তিনি ওই প্রসূতি মায়ের খোঁজ খবর নিয়েছেন।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test