E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় নিরীহ মানুষের নামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

২০২৪ সেপ্টেম্বর ০৩ ১৭:১৯:৩৭
সালথায় নিরীহ মানুষের নামে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে মসজিদের ইমাম মাওলানা খোকন মোল্যা, মাওলানা শাহজাহান, পান্নু মোল্যা ও খবিরদ্দিন মোল্যাসহ নিরীহ মানুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। 

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামে ভুক্তভোগী পরিবারের বাড়ির সামনে সড়কের উপর এই মানববন্ধন করা হয়। এতে এলাকার শতাধিক পুরুষ ও নারী অংশ নেন।

মানববন্ধনে ভূক্তভোগী মাওলানা শাহজাহান ও মসজিদের ইমাম মাওলানা খোকন বলেন, আটঘর উচ্চ-বিদ্যালয়ের সামনে ১৪ শতাংশ জমি রয়েছে আমাদের ভাতিজা রবিন মোল্যার। বছর খানেক আগে স্থানীয় দুলাল মোল্যা নামে এক ব্যক্তি ওই জমির পিছনে ৬ শতাংশ জমি ক্রয় করে তার মতো করে তিনি ভোগ দখল করে আসছে। আমার ভাতিজা রবিন মোল্যার জমিতে টিউবয়েল স্থাপন করতে গেলে, দুলাল মোল্যা তার জমি দাবি করে স্থানীয় ইউপি সদস্য লতিফ মাতুব্বরকে নিয়ে বাধা সৃষ্টি করে।

তিনি আরও বলেন, পরে আমরা নিরুপায় হয়ে জমির বিরোধ মিমাংসার জন্য ওই ইউপি সদস্যের কাছে গেলে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দেওয়ায় তারা নানাভাবে হুমকি-ধামকি দিতে থাকে। একপর্যায় কোন উপায় না পেয়ে রবিন মোল্যার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করে। এই মামলায় আসামী লতিফ মেম্বার জেল খাটেন। এরপর আরও বেপরোয়া হয়ে উঠে ওই ইউপি সদস্য। পরে আমাদের নামে একটি মিথ্যা মামলা দায়ের করান। এই মামলায় আমরা জেল খেটে আসি।

রবিবার (১সেপ্টেম্বার) পিবিআই মামলাটির তদন্তে সরেজমিনে ঘুরে যাওয়ার পরেই লতিফ মেম্বার তার দুই ছেলেকে সাথে নিয়ে আমাদের হুমকি ধামকি দেয়। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

এমনাবস্থায় সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে আমাদের নিরাপত্তা চাই। সেই সাথে আমাদের নামে করা মিথ্যা মামলার সুষ্ট তদন্ত দাবী করছি।

এদিকে ইউপি সদস্য লতিফ মাতুব্বর বলেন, আমরা কাউকে হুমকি ধামকি দেয়নি। ওরাই আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটিয়েছে। এখনও একেরপর এক ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে।

(এএন/এসপি/সেপ্টেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test