E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে শিক্ষকের পদত্যাগ দাবিতে দুই সরকারি কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৮:৫৮:০৬
রাজবাড়ীতে শিক্ষকের পদত্যাগ দাবিতে দুই সরকারি কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের শিক্ষক আব্দুল্লাহীল হাসানের পদত্যাগ দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীসহ দুই সরকারি কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে। এ নিয়ে পদত্যাগের পক্ষে ও বিপক্ষে পাল্টাপাল্টি শ্লোগান দেয় শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা রাজবাড়ী আদর্শ মহিলা কলেজে ব্যানার সহ শিক্ষক আব্দুল্লাহীল হাসানের পদত্যাগ দাবী করে প্রবেশ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ একেএম ইকরামুল করিম বের হয়ে শিক্ষার্থীদের দাবির কথা শোনেন। পরে অফিস কক্ষে তাদের প্রতিনিধিদের ডেকে কথা বলেন।

আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, শাসনের নামে শিক্ষার্থীদের গায়ে হাত তোলা, অকথ্য ভাষায় শিক্ষার্থীদের গালি দেয়া, অবৈধ ভাবে শিক্ষার্থীদের ব্যাক্তিগত বিষয়ে হস্থক্ষেপ করা, শিক্ষার্থীদের সাথে কু-প্রস্তাপ প্রদান করা, অভিভাবকদের সাথে অপেশাদার আচরণ করা, নকল সন্দেহে অন্যায় ভাবে শিক্ষীদের বোরখা এবং হিজাব খুলতে বাধ্য করা, বহিরাগত পরিক্ষার্থীদের নিয়ম বর্হিভূত আচারণ ও পরিক্ষা প্রদানে বাধা প্রদান করা, টিউশন বানিজ্য, তার কাছে টিউশন না পড়লে পরীক্ষায় কম নম্বার এবং ফেল করানোর হুমকি দেয়া, প্রাকটিক্যাল ও ভাইবা বোর্ডে শিক্ষার্থীদের বৈষম্য পূর্ণ আচারণ করা, বহিরাগত পরিক্ষার্থীদের টুপি পাঞ্জাবি পড়ার কারনে জঙ্গি ও রাষ্ট্র দ্রোহী বলে অন্যায় ভাবে পরীক্ষার হল থেকে বের করে দেয়া, ভাইবা বোর্ডে ঘুষ গ্রহণ করা, রাজনৈতিক প্রভাব দেখিয়ে অভিযোগকারিদের ভয়-ভীতি দেখানো এবং পারিবারিক ভাবে হুমকি দেয়ার অভিযোগ করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষকের পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির ঘোষণা করেন। প্রায় ঘন্টাব্যাপী সাধারণ শিক্ষার্থীরা কলেজের মধ্যে পদত্যাগ দাবি করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে আদর্শ মহিলা কলেজের ছাত্রীরা শিক্ষকের পদত্যাগ না করার দাবিতে বিভিন্ন শ্লোগান দিয়ে ক্যাম্পাস থেকে বের হতে যায়। এসময় সাধারণ শিক্ষার্থীরা ও সরকারী আদর্শ মহিলা কলেজের ছাত্রীরা মুখোমুখি অবস্থানে যায়। থানা পুলিশ মাঝে থেকে গেইট বন্ধ করে দেয়। দু’টি গ্রুপই পক্ষে-বিপক্ষে শ্লোগান দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হয়।

রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকের বিরুদ্ধে আমরা কোন অভিযোগ করছি না। অভিযোগ করলে আমাদের করার কথা। কিন্তু সরকারী কলেজের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা কেন পদত্যাগ দাবি করছে।

রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ একেএম ইকরামুল করিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবীর বিষয়টি খতিয়ে দেখে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা শিক্ষকের পক্ষে অবস্থান নিয়েছে।

(একে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test