E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৭:৪৪:১৭
রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে বিএনপির দলীয় কোন্দল প্রকাশ্যে রুপ ধারণ করেছে। এরই জের ধরে জেলা বিএনপির আহবায়ক কমিটির লিয়াকত-কামরুল-আসলাম ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সমর্থকরা পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন করে পাল্টাপাল্টি বিষাদাগার করেন। এ নিয়ে তৃনমূল নেতাকর্মীরা পড়েছে বিপাকে।

গত শনিবার বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে সাংবাদিক সম্মেলন করে জেলা বিএনপি। এসময় সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম, কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. আসলাম মিয়া।

এসময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, সাবেক সভাপতি মাহবুব আলম দুলাল, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মজিবর রহমান সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব এ্যাড. কামরুল আলম বলেন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা বিএনপির কমিটিকে পাশ কাটিয়ে নতুন গ্রুপ সৃষ্টি করে বিভিন্ন স্থানে সভা-সমাবেশের আয়োজন করছে। বিগত ১৭ বছর দলীয় কার্যালয়ে কোন সভা-সমাবেশে আসেন নাই। নিজের বাড়ীকেই তার কার্যালয় বানিয়েছেন। এতে দলীয় নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। আমরা ৪২টি ইউনিয়ন, ৩টি পৌরসভা, ৫টি উপজেলা কমিটি গঠন করেছি। জেলা বিএনপির ৪৭টি মিটিং হয়েছে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তার লোকজন এলাকায় ব্যাপক চাঁদাবাজি করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলীয় হাইকমান্ডকে লিখিত ভাবে জানানো হবে।

আজ সোমবার সকালে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আকমল হোসেন, সদস্য এ মজিদ বিশ্বাস, কেএ সবুর শাহীন, রইচ উদ্দিন ডিউক বক্তৃতা করেন। এসময় জেলা কৃষকদলের আহবায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব রনি, পৌর যুবদলের সদস্য সচিব মহিউদ্দিন আহম্মেদ গিটার সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলেন, আওয়ামী লীগের শাসনামালে আমাদের নেতাকর্মীদের নামে হামলা-মামলা হলেও আসলাম মিয়া, লিয়াকত আলী, কামরুল আলমদের নামে কোন মামলা হয়নি। শুধু লিয়াকত আলী ঢাকায় গ্রেপ্তার হয়। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় চলেছে। আসলাম মিয়া পদত্যাগ করে। এখন আবার দলীয় কার্যক্রমে যোগদান করে বিভেদ সৃষ্টি করছে। তবে পদত্যাগ পত্রের কোন কাগজ তাদের কাছে নেই বলে জানান। সাংবাদিক সম্মেলনে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বিরুদ্ধে রুচিশীল বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এক সাথে রাজনীতি করার আহবান জানান। জেলা বিএনপির যে মিটিংয়ের কথা বলেছেন তা সঠিক নয়। আমাদের না ঢেকে মিটিং ঘরোয়া পরিবেশে করতে পারে। জেলা বিএনপির মিটিং করার জন্য উকিল নোটিশ করা হয়েছে পর্যন্ত। তারা তা করেনি। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

দলীয় বিরোধ কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংবাদিকরা মাঝে থেকে ২ গ্রুপের ডাকেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে কর্মসূচি পালন করতে রাজি আছি। আমরা বিরোধ চাই না। চাঁদাবাজদের বিরুদ্ধে আপনারা লেখেন।

(একে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test