E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

২০২৪ সেপ্টেম্বর ০২ ১৩:৪৬:০৮
বরগুনায় আওয়ামীলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী মীর রিজন মাহমুদ নিলয়ের বাসায় হামলা,ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ চেষ্টার অভিযোগে ২৪জনকে আসামি করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান।

রবিবার (১ সেপ্টেম্বর) বরগুনা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরগুনা শাখা থেকে অংশগ্রহনকরী ছাত্র তৌহিদুল ইসলাম নীরব বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বরগুনা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম আসাদ, জেলা ছাত্রলীগের সদস্য আরিয়ান সুহার্ত, সুজন কর্মকর, বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাগর কর্মকার, শিমুল, ছাত্রলীগে কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাইফুল ইসলাম সাগর, ঢলুয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম মনির, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহাদ হাসান তামিম, জেলা ছাত্রলীগের সদস্য আরেফিন রাফি, বরগুনা কলেজ ছাত্রলীগের সদস্য মোরসালিন বাদশা, মোঃ আফ্রিদি ওমর, শাহাজাদা রিয়াদ খান, হৃদয় মৃধা, ওমর ফারুক, ইমরান হোসেন নয়ন, মোঃ হাসান, মোঃ সোহাগ মিয়া, মোঃ অলি আহমেদ, মোঃ বেল্লাল, আতিকুজ্জামান বাবু মৃধা ও পাথরঘাটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন আহমেদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১নম্বর সাক্ষী মীর রিজন মাহমুদ নিলয়, বাদী তৌহিদুল ইসলাম নীরবসহ কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরগুনা থেকে অংশগ্রহণ করায় বর্নিত আসামিরা তাদের ও কতিপয় সাক্ষীদের উপর ক্ষিপ্ত হয়ে প্রতিনিয়ত খুন জখমের হুমকি দিতে থাকে। পরে গত ৪ আগষ্ট দুপুরে আসামিরা সংঘবদ্ধ হয়ে ধারালো দা, লোহার রড, দেশীয় অস্ত্রসহ ১নম্বর সাক্ষী মীর রিজন মাহমুদ নিলয়ের বাড়িতে হামলা করে ভাংচুর চালিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করে।

এছাড়াও, হামলাকারীরা বের হয়ে যাওয়ার সময় বাদী তৌহিদুল ইসলাম নীরব কে রাস্তায় পেয়ে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় ২ নং আসামি আরিয়ান সুহার্ত তার হাতে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করেছেন মর্মে মামলার দরখাস্তে উল্লেখ করেন।

এব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, আওয়ামীলীগ ও তার অঙ্গসহযোগী সংগঠনের ২৪ জনের নাম উল্লেখ করে তৌহিদুল ইসলাম নীরব নামের এক ছাত্র সংগঠক এজাহারের দরখাস্ত দায়ের করছেন। এবিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এসএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test