E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাগেরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৯:০৮:২৩
বাগেরহাটে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়। পরে দলীয় অফিসে জেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিতত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ওহিদুজ্জামান দিপু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিুর রহমান, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এবারের কর্মসূচির মধ্যে রয়েছে, দলের উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও দলের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন, সম্প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বন্যাদুর্গত অসহায় মানুষের কষ্ট লাঘবে তাদের সহয়তা করা।

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test