E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বন্যার্তদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৮:২২:৩৭
বন্যার্তদের পাশে সুবর্ণচরের ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : বিরামহীনভাবে বানভাসি মানুষের জন্য কাজ করছে নোয়াখালী সুবর্ণচর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন'। গত কয়েকদিন ধরে ফেনী ও নোয়াখালী জেলার প্রত্যন্ত অঞ্চলে একাধিক টিম রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, ঔষধ, পানি, মোমবাতিসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বন্যাদুর্গত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। আজ রবিবার শেষ হয় এ ত্রাণ কার্যক্রম। 

ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনের সিনিয়র সদস্য আমজাদ হোসেন, মাসুদ পারভেজ, শামিম হোসেন, ইমাম উদ্দিন গাজী, মোঃ তারেক হোসেন ও শাহে ইমরান সুবজ সহ সংগঠনের সদস্যরা৷ সেচ্ছাসেবীদের পরিচালনায় কয়েকটি টিমে বিভক্ত হয়ে বন্যা দুর্গত নোয়াখালী, ফেনী ও কুমিল্লার ভিবিন্ন স্থানে প্রতিনিয়ত কাজ করে যায়, ফ্রেন্ডস একতা ফাউন্ডেশন স্বেচ্ছাসেবীরা।

ফ্রেন্ডস একতা ফাউন্ডেশনের টিম সদস্য সাদ্দাম হোসাইন জানান, তারা ইতিমধ্যে সহস্রাধিক মানুষকে হেল্প করেছেন৷ বন্যা-পরবর্তীতে বৃহৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন সংগঠনটি৷

(এস/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test