E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বানভাসি মানুষের জন্য গানে গানে অর্থ সংগ্রহ করছেন কুদ্দুস বয়াতী

২০২৪ আগস্ট ৩১ ১৮:৩২:৪১
বানভাসি মানুষের জন্য গানে গানে অর্থ সংগ্রহ করছেন কুদ্দুস বয়াতী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ গানের এ চরণকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের বানভাসি মানুষের পাশে দাড়াঁতে গানে গানে অর্থ সংগ্রহে নেমেছেন পালাগায়ক ও বরেণ্য লোক শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জন্ম নেওয়া এই কৃতী শিল্পী গত দুইদিন ধরে তাঁর সহকর্মীদের নিয়ে একটি ট্রাকে চড়ে ভ্রাম্যমান ভাবে গান পরিবেশন করে বানভাসি মানুষের সহায়তায় অর্থ সংগ্রহের কাজে নেমেছেন। 

গত বৃহস্পতিবার তিনি তাঁর সহশিল্পীদের নিয়ে মদন উপজেলায় গান গেয়ে অর্থ সংগ্রহ করেন। শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলা সদরের জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গান পরিবেশন করে দর্শক শ্রোতাদের মাতিয়ে তুলেন। এ সময় কুদ্দুস বয়াতী বন্যার্ত মানুষের সাহার্য্যাতে ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা অর্থাৎ যে যেরকম পারেন সেরকম সহযোগিতা করার আহব্বান জানান। পরে দর্শকদের মধ্য থেকে দান বক্সে যে যার মতো করে দান করেন।

অর্থ সংগ্রহের বিষয়টি কেমন লেখেছে জানতে চাইলে শনিবার দুপুরে আব্দুল কুদ্দুছ বয়াতী বলেন, এই গরমে নেচে গেয়ে অসুস্থ হয়ে পড়েছি। তবুও আমি খুব আনন্দ পেয়েছি। এই বয়সে এসে নেচে গেয়ে বানভাসি মানুষের জন্য কিছু অর্থ সংগ্রহ করতে পেরেছি এটাই আমার কাছে গর্বের বিষয়। তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই কথাটি মাথায় রেখেই অর্থ সংগ্রহ করেছি। সংগৃহিত অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দিয়ে দেব।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, একটি প্রশংসনীয় উদ্যোগ বরেণ্য শিল্পী কুদ্দুস বয়াতী ও তাঁর সহকর্মীদের। শুক্রবার রাতে আমি প্রোগ্রামটি প্রাণ ভরে দেখেছি। শিল্পীরা সব সময়ই সংকটে সংগ্রামে মানুষের পাশে এসে দাড়াঁন এটাই আমাদের গর্বের বিষয়। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ও শিল্পীরা গান গেয়ে মানুষকে উজ্জীবিত করেছেন। গান গেয়ে শরর্ণাথীদের জন্য তখন অর্থ সংগ্রহও করেছেন। তিনি বলেন, কুদ্দুস বয়াতীর মতো সারাদেশের শিল্পীরা বাসভাসি মানুষের সহায়তায় এগিয়ে আসবেন এমনটাই আশা করি।

(এসবি/এসপি/আগস্ট ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test