E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ড. নিম হাকিম ও বসুন্ধরা শুভ সংঘের সহযোগিতায় বাউন্ডারি গেটের দু:খ ঘুচল ৬২ বছর পর

২০২৪ আগস্ট ২৯ ২২:৫৬:৪৬
ড. নিম হাকিম ও বসুন্ধরা শুভ সংঘের সহযোগিতায় বাউন্ডারি গেটের দু:খ ঘুচল ৬২ বছর পর

একে আজাদ, বিশেষ প্রতিনিধি : সরকারি এই স্কুলটির বয়স ৬২ বছর। তবে ছিলনা কোন বাউন্ডারি গেট। নেই শিক্ষার্থীদের খেলার উপকরণ। তবে পূর্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নেতৃত্বে বে-সরকারী উদ্যোগে স্কুল মাঠ ভরাট,পয়ঃনিস্কাশন ব্যবস্থা,উন্মুক্ত মঞ্চ নির্মাণ, ৭৩ জন অভিভাবক বসবার সিট বেন্স, স্মৃতিসৌধ ও একাধিক বাগান নির্মাণ করা হয়েছে।

স্কুলটির কপালে এতকিছু জুটলেও এতদিনেও জোটেনি গেট, বাউন্ডারি। প্রধান সড়কের পাশে বিদ্যালয়টির অবস্থান হওয়ায় অরক্ষিত ছিলো পুরো বিদ্যালয়। মারাত্নক শঙ্কার মধ্যে থাকতে হতো বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের। তবে এতসব সমস্যায় আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের রাজবাড়ী জেলা শাখার সদস্যরা। ‘বাংলাদেশ নিম ফাউন্ডেশন’র চেয়ারম্যান ড. নিম হাকিমের আর্থিক সহযোগিতায় নির্মাণ করা হয়েছে স্কুলটির গেট। রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গল্প এটি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই গেটটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারগিস জাফরী। বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার নারী বিষয়ক সম্পাদক গুলশান আরা মোস্তফা মিতার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম। বিশেষ অতিথি ছিলেন,সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নাসরিন নাহার, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সাবেক প্রধান শিক্ষক রেজাউল করিম, সাবেক সভাপতি দাউদ মোল্লা, সাবেক সহ-সভাপতি খায়রুল আলম জিপু, বিশিষ্ট ব্যবসায়ী মিজান খান, রকিব হাসান মিঠু, ভাস্কর শেখ ইয়াছিন প্রমূখ।

উদ্বোধন শেষে, রাজবাড়ী জেলার উন্নয়নমূলক নানা কর্মকান্ড পরিচালনার ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ি জেলা শাখার সদস্যরা।

প্রসঙ্গত, শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি রাজবাড়ী সদর উপজেলা পরিষদ সংলগ্ন। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে বিগত ‘এসএমসি’ কমিটি বেসরকারি উদ্যোগে স্কুল মাঠ ভরাট, পয়ঃনিস্কাশন ব্যবস্থা করা, উন্মুক্ত মঞ্চ নির্মাণ, ৭৩ জন অভিভাবক বসবার সিট ব্রেন্স, স্মৃতি সৌধ, একাধিক বাগান নির্মাণ করেছে।

(একে/এএস/আগস্ট ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test