E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীমঙ্গলে সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

২০২৪ আগস্ট ২৯ ২০:০৮:৫১
শ্রীমঙ্গলে সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

মোঃ আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকালে সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হযয়েছে। এতে লিখিত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন।

মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দের নির্দেশে সংবাদ সম্মেলনে ২৩৫৯ এর সভাপতি আহসানুল হক সুমন ও সম্পাদক সালাউদ্দিন তুর্কি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের আওতাধীন শ্রীমঙ্গল উপজেলা শাখা ২৩৫৯ ও প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি-সম্পাদক আপনাদের অবগতির জন্য জানাইতেছি যে, গত কিছুদিন পূর্বে কতিপয় সিএনজি চালক সখিনা সিএনজি ও মেরীগোল্ড সিএনজি স্টেশন হতে দীর্ঘদিন যাবৎ গ্যাস ব্যবহার করে আসছি। সম্প্রতি ২টি সিএনজি স্টেশন হতে গ্যাস কম দেওয়া হয় বলে উপজেলা নিবাহী কর্মকর্তা বরাবর লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করেন। আমরা সিএনজি চালক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখা ২৩৫৯ ও প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি-সম্পাদক এই বিষয়ে অবগত নই। অদ্যাবদি কোনো চালক আমাদের নিকট এসে এ বিষয়ে লিখিত কিংবা মৌখিক কোনো অভিযোগও দায়ের করেননি। মেসার্স সখিনা সিএনজি পাম্প ও মেরী গোল্ড ফিলিং স্টেশন থেকে গ্যাস কম দেওয়ার অভিযোগের বিষয়টির এখন পর্যন্ত পাইনি।

মেসার্স সখিনা সিএনজি স্টেশনে গ্যাস কম দেওয়ার বিষয়টি আমাদের ২৩৫৯ এর নেতাকর্মীদের গোপন তদন্তে কোন ধরনের সত্যতা পাওয়া যায়নি। আমরা এবং আমাদের সিএনজি পরিবহন শ্রমিকরা এখন পর্যন্ত উক্ত সিএনজি স্টেশন থেকে সঠিক ভাবে সহযোগীতা পাচ্ছি। এখানে আরও উল্লেখ করতে চাই যে, মেসার্স সখিনা সিএনজি পাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের কারীগণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দ্যেশ্য প্রণোদিত। কতিপয় অভিযোগকারী সিএনজি পরিবহন শ্রমিক ও সিএনজি পাম্প মালিকের মধ্যে দ্বন্দ সৃষ্টি সহ সিএনজি পাম্প মালিকের সম্মানহানী ও আর্থিক ক্ষতি সাধনের জন্য এই ধরণের বানোয়াট অভিযোগ দাখিল করছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ২৩৫৯ এর সভাপতি আহসানুল হক সুমন, হবিগঞ্জ রোড সিএনজি গ্রুপের সভাপতি আব্দুল কাউয়ুম, সম্পাদক আলী আকবর, যুগ্ম সম্পাদক পারভেজ মিয়া, সাংগঠনিক সম্পাদক রৌশন আলী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন নাহিদ এছাড়াও ৯ টি ইউনিয়নের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন।

(এএ/এসপি/আগস্ট ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test