E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বাজারে কাটা তারের বেড়া ও গণ শৌচাগার প্রকল্প

কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী

২০২৪ আগস্ট ২৮ ১৮:০২:২৭
কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেন ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : ক্ষমতার দাপট দেখিয়ে অনিয়ম আশ্রয় নিয়ে রামপুর বাজারে গরুর হাটে কাটা তারের বেড়া ও বীরগঞ্জ বাজারে গণশৌচাগারের (পাবলিক টয়লেট) কাজ না করেই প্রকল্পের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগ উঠেছে কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মঞ্জুর আলীর বিরুদ্ধে। কোন প্রকার কাজ না করে প্রকল্পের টাকা তুলে নেওয়ায় দুই বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে চরম অসন্তোষ। এ ঘটনার বিচারের দাবিতে এলাকাবাসির পক্ষে আশুজিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত হোসেন আলী ভূইয়ার ছেলে আব্দুল হেলিম ভূইয়া গত ২০ আগস্ট নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন। 

জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবছরে রামপুর বাজারে ইজারার অর্থ (ইউনিয়ন পরিষদের প্রাপ্য অংশ) দ্বারা রামপুর বাজারে গরুর হাটের পূর্বপাশে কাটা তারের বেড়া নির্মাণ কাজ বাবদ ২ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের সভাপতি নিযুক্ত হন আশুজিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মঞ্জুর আলী। অপরদিকে বীরগঞ্জ বাজারে গণশৌচাগার (পাবলিক টয়লেট) নির্মাণ কাজের জন্য রামপুর বাজারের ইউপি অংশের প্রাপ্ত ২ লাখ টাকা দিয়ে আরেকটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্পের সভাপতিও নিযুক্ত হন তিনি।

সরেজমিন গেলে ভুগিয়া গ্রামের মোঃ আলী আসগর ও রামপুর বাজারের ব্যবসায়ী রামনগর গ্রামের মোবারক হোসেন জানান, রামপুর বাজারের গরুর হাটে কাটা তারের কোন বেড়া দেওয়া হয়নি। কাজ না করেই ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে সম্পূর্ণ টাকা তুলে নিয়েছেন। আমরা এই অনিয়ম দুর্নীতির বিচার চাই।

এদিকে আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারের কাজলের ঘরের পাশে গণশৌচগার নির্মাণ প্রসঙ্গে বাজারের ব্যবসায়ী হাসুয়ারী গ্রামের মজিবুর রহমান ও বাজার কমিটির সাধারণ সম্পাদক ব্যবসায়ী জাকির হোসেন নয়ন বলেন, বীরগঞ্জ বাজারে কোন গণশৌচাগারের নির্মাণ কাজ করা হয়নি। কাজ না করায় আমরা ব্যবসায়ীরা মলমুত্র ত্যাগ করতে গিয়ে খুব অসুবিধায় আছি। আমরা চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতি বিচার চাই। বাজারের ব্যবসায়ী ও হাসুয়ারী গ্রামের নূর মিয়া জানান, ব্যবসায়ীদের সুবিধার্থে বাজারে পাবলিক টয়লেট নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানাই সেই সাথে চেয়ারম্যানের অনিয়মন দুর্নীতির বিচার চাই।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাটা তারের বেড়া দেওয়া হয়েছিল। ৫ আগস্ট সরকার পদত্যাগ করার পর রামপুর বাজারে একটি আনন্দ মিছিল হয়। মিছিলকারীরা কাটা তারের বেরা ভেঙ্গে ও ছিড়ে নিয়ে যায় । তাছাড়া বীরগঞ্জ বাজারে গণশৌচাগারের (পাবলিক টয়লেট) কাজ করা হয়েছে। তবে গণশৌচাগারটি একটি ঘরের মধ্যে রয়েছে।

(এসবি/এসপি/আগস্ট ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test