E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনার মালিগাছায় বেতন চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ ইউপি সদস্য আহত 

২০২৪ আগস্ট ২৮ ১৭:৪৯:১৩
পাবনার মালিগাছায় বেতন চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৫ ইউপি সদস্য আহত 

নবী নেওয়াজ, পাবনা : পাবনার মালিগাছা ইউনিয়নে ইউপি সদস্যদের বেতন চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত ৫ ইউপি সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পাবনা সদর উপজেলাধীন মালিগাছা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের প্রায় ৯ মাস বেতন বকেয়া রয়েছে বলে জানান ইউপি সদস্যরা। বকেয়া বেতন প্রদানের জন্য মালিগাছা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুনতাজ আলী সকল সদস্যদের নিয়ে বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে একটি আলোচনা সভা ডাকেন।

আলোচনা সভায় বকেয়া বেতন চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় এক পর্যায়ে ইউপি সদস্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একভাগ চেয়ারম্যানের পক্ষ নেয় আর এক ভাগ বকেয়া বেতন যাওয়ার পক্ষে অনড় থাকে। ফলে চেয়ারম্যানের পক্ষে সদস্যরা অবশিষ্ট সদস্যকে ধারালো অস্ত্র ও লোহার দিয়ে ৫ জন ইউপি সদস্যকে বেধড়ক মিটালে গুরুতর আহত হয়। আহতদের মধ্যে নাহিদ নামে ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য অবস্থা অসংখ্যজনক হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করে।

নাহিদের আহতের ঘটনায় নাহিদের বাবা-মা ও বোন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানায়।

এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ রওশন আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনা শুনেছি তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

(এনএন/এসপি/আগস্ট ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test