E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা 

২০২৪ আগস্ট ২৮ ১৭:৩২:৫২
টুঙ্গিপাড়ায় ভুয়া চিকিৎসককে ৩০ হাজার টাকা জরিমানা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : অপূর্ব মন্ডল অপু নামের পাশে ডাক্তার লিখতেন। দেখতেন রোগী। দিতেন ব্যবস্থাপত্র। তারপর নিজের নিজের চেম্বার থেকে রোগীদের কাছে উচ্চ মূল্যে ঔষধ বিক্রি করতেন। তার চিকিৎসায় এলাকার অনেকই প্রতারিত হয়েছেন। 

অপূর্ব মন্ডল অপু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চিংগড়ী গ্রামের নীরোদ মন্ডলের ছেলে।

এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে অপূর্ব মন্ডলের চেম্বারে অভিযান পরিচালনা করে। অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক ভূয়া ডাক্তার অপূর্ব মন্ডলকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।এ সময় প্রেসক্রিপশন লিখবে না বলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে মুচলেকা দেন।

অভিযানে গোপালগঞ্জের ড্রাগ সুপার বিথীকা রানী মন্ডল, টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আলমগীর হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ড্রাগ সুপার বিথীকা রানী মন্ডল জানান, অপূর্ব মন্ডল অপু নামের ওই চিকিৎসক ৬ মাসের একটা কোর্স করেই নামের আগে ডাক্তার পদবী লিখেছিলেন। নিয়ম বহির্ভূতভাবে প্যাড ছাপিয়ে নামের আগে ডাক্তার লিখেছেন। রোগীদের প্রেসক্রিপশন করে দিয়ে তাদের সাথে প্রতারণা করে আসছিলেন। তিনি অবৈধভাবে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি করতেন।এছাড়া তার চেম্বারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে। এ কারণে ঔষধ ও কসমেটিকস আইনে তাকে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করে। মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই কর্মকর্তা।

উল্লেখ্য, মানবিক বিভাগ থেকে অনার্স পাশ করা অপূর্ব মন্ডল অপু চিংগড়ী গ্রামের গ্রামডাক্তার শুখেন্দু মন্ডলের চেম্বারে কম্পাউন্ডারের কাজ করতেন। ৪ বছর আগে তিনি নিজেই ওই বাজারে চেম্বার খুলে রোগী দেখা ও ঔষধ বিক্রি শুরু করেন।

(টিবি/এসপি/আগস্ট ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test