E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কটিয়াদীতে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার

২০২৪ আগস্ট ২৮ ১৫:৫৩:৩৮
কটিয়াদীতে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফা আক্তার সারা (৭) নামে এক অপহৃত স্কুল শিক্ষার্থীকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে। ২৭ আগস্ট মঙ্গলবার মধ্য রাতে কিশোরগঞ্জ জেলা শহরের আফতাব আবাসিক হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, গত ২৭ আগস্ট মঙ্গলবার দুপুরে কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলে গিয়ে অপহরনকারী তার আত্মীয় পরিচয় দিয়ে বলেন, সাইফা’র বাবা-মা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে তাকে স্কুল থেকে নিয়ে আসেন। তার পর থেকেই নিখোঁজ ছিল সাইফা।

সাইফার মা জানান, স্কুল ছুটির পর আমার মেয়েকে আনতে গিয়ে দেখি আমার মেয়ে স্কুলে নেই। পরে সম্ভাব্য আত্মীয়ের বাড়িতে খোঁজা খুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বিকাল বেলা আমার মোবাইল নাম্বারে অপরিচিত একটি নাম্বার থেকে সাইফার জন্য অপহরণকারী মুক্তিপণ দাবী করে। তারপরে আমি কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ করি।

অভিযোগ পাওয়ার পর দ্রæত সময়ের মধ্যেই কাজ শুরু করে কটিয়াদী মডেল থানা পুলিশ। এদিন মধ্য রাতেই মুক্তিপণ দাবী করা অপহরণকারীর মোবাইল ট্র্যাকিং করে তার লোকেশন সনাক্ত করে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলা শহরের বড়বাজার এলাকায় আফতাব আবাসিক হোটেল থেকে সাইফা আক্তার সারাকে উদ্ধার করেন।

সাইফার পিতা শফিকুল ইসলাম জানান, অপহরণকারী মোবারক হোসেন (২২) তাদের পূর্ব পরিচিত। সে একই ইউনিয়নের চরপুক্ষিয়া গ্রামের আব্দুর রাশিদের ছেলে। তিনি আরও জানান, মোবারকের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করা হবে।

কটিয়াদী মডেল থানার ওসি তদন্ত গোলাম সারোয়ার বলেন, সাইফা আক্তার সারাকে অপহরণ করার সময় রাস্তায় থাকা সিসি ফুটেজ দেখে অপহরণকারীকে সনাক্ত করা হয়েছে। সেই সূত্র ধরেই অভিযান পরিচালনা করা হয়। তবে অপহরণকারীকে আটক করা সম্ভব হয়নি। অভিযানের বিষয়ে টের পেয়ে অপহরণকারী আগেই সরে যায়। অপহরণকারী মোবারক হোসেনকে অতি দ্রæত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এসএস/এএস/আগস্ট ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test