E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাই থানা ও যশোমাধব মন্দির পরিদর্শন করলেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান

২০২৪ আগস্ট ২৮ ১৫:৩৬:৩৬
ধামরাই থানা ও যশোমাধব মন্দির পরিদর্শন করলেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও থানা পরিদর্শন করে মতবিনিময় করেছেন সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান। গতকাল মঙ্গলবার দুপুরে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রীশ্রী যশোমাধব মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়-কালে মেজর জেনারেল মো. মঈন খান বলেন, কোন ভয়ভীতি নেই, যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে। নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।

ধামরাই থানা পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মো. জামাল হোসেন,অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আমিনুর রশিদ , অবসর প্রাপ্ত অধ্যক্ষ মোঃ সিদ্দীকুর রহমান, জ্যোতি বিদ্যা নিকেতনের ধর্ম গুরু, ধামরাই ইমাম পরিষদের সভাপতি মুফতি মাওঃ আশরাফ আলী, যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন,মন্দির কমিটির সহ সভাপতি অশীত বরন গোস্বামী, কমিটির সদস্য ও তামা কাসা শিল্পী সুকান্ত বণিক সহ স্থানীয় আরও অনেকেই উপস্থিত ছিলেন।

চার শত বছরের পুরোনো ঐতিহাসিক ও দেশের অন্যতম হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উটশনালয় শ্রী শ্রী যশোমাধব মন্দিরে সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খান সকলের সাথে খোলা মেলা ভাবে মতবিনিময় কালে সাধারন মানুষ আবেগ আপ্লুত জয়ে পড়ে। সকলেই নিবির ভাবে কথা বলেন। এই সেনা কর্মকর্তা প্রায় চল্লিশ মিনিট না বসে দাড়িয়ে ঘুরে ঘুরে কথা বলেছেন।

(ডিসিপি/এএস/আগস্ট ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test