E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিগঞ্জে শ্মশানের পাহারাদারকে আটকে রেখে গহনা ও দানবাক্স লুট

২০২৪ আগস্ট ২৭ ২২:৪২:৫৭
কালিগঞ্জে শ্মশানের পাহারাদারকে আটকে রেখে গহনা ও দানবাক্স লুট

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পাহারাদারকে ঘরের মধ্যে আটকে রেখে কালী ও গঙ্গা ঠাকুরঘরের গ্রীলের তালা ভেঙে লুট করা হয়েছে আড়াই ভরি ওজনের সোনার গহনা ও দুটি দান বাক্স। সোমবার রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা মহাশ্মশানে এ ঘটনা ঘটে।

বাঁশতলা মহাশ্মশান ও মন্দিরের নৈশপ্রহরী সঞ্জয় কুমার মণ্ডল জানান, প্রতিদিনের ন্যয় সোমবার রাত আড়াইটার দিকে তিনি মহাশ্মশানের নিদ্দিষ্ট কক্ষে অবস্থান করছিলেন। এ সময় চার সদস্যের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে দরজায় ছিকল দিয়ে দেয়।

এ সময় প্রধান ফটকের পাশে আরো পাঁচজন দুর্বৃত্ত অপেক্ষা করছিলো। পরে তারা কালীমন্দির ও গঙ্গা মন্দিরের গ্রীলের দরজা ভাঙে। তারা কালী মায়ের গলা ধেকে আড়াই ভরি ওজনের সোনার গহনা খুলে নেয়। তারা নিয়ে যায় দুটি দান বাক্স। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর বিষয়টি তিনি শ্মশান ও কালীমন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়দেব বিশ্বাসকে অবহিত করেন।

জয়দেব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় মঙ্গলবার থানায় একটি চুরির এজাহার দায়ের করা হয়েছে।

(আরকে/এএস/আগস্ট ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test