E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে পুলিশের মতবিনিময়

২০২৪ আগস্ট ২৭ ১৪:৪০:৫৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে পুলিশের মতবিনিময়

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কুল ছাত্র মো. মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হরতকিতলা গ্রামে শহীদ স্কুল ছাত্র মো. মাহফুজুর রহমানের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) এস এম আশিকুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নের্তৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দরের নেতার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগষ্ট শহীদ হন রাজধানী ঢাকার মিরপুরে আলহাজ আব্বাস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মো. মাহফুজুর রহমান।

শহীদ স্কুল ছাত্র মো. মাহফুজুর রহমানের কবর জিয়ারত শেষে তার বাবা মো. আব্দুল মান্নান হাওলাদারসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে বাগেরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, পুলিশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের চেতানা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। সকল শহীদ পরিবারের পাশে থাকবে বাগেরহাট পুলিশ।

(এসএসএ/এএস/আগস্ট ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test