E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিমের জামিনে মুক্তি 

২০২৪ আগস্ট ২৬ ১৮:৩৪:০৯
আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিমের জামিনে মুক্তি 

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানী। আজ সোমবার দুপুরের দিকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

সন্ত্রাস বিরোধী মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন। তার হাজতি নং- ১৫২২৪। মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা সদর থানার খাজুর তোলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে মুফতি জসিম উদ্দিন রাহমানীর জামিনের কাগজপত্র আদালত থেকে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে চারটি মামলা ছিল।

জানা গেছে, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন পান। তার বিরুদ্ধে অন্য তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

(ওএস/এসপি/আগস্ট ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test