E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে যেসব কর্মসূচি পালিত হবে

২০২৪ আগস্ট ২৫ ১৯:৩৩:০০
জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে যেসব কর্মসূচি পালিত হবে

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের ‌ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি  গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন ফরিদপুরের উদ্যোগে  দুইদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ৭টায় হরিনাম সংকীর্ত্তন, ৮টায় পাট কীর্তন, বিকেল ৪টায় বিশ্ব শান্তি কামনায় বৈদিক হোম যজ্ঞ, রাত ৮ টায় ভগবান শ্রীকৃষ্ণের মহা অভিষেক ও রাত ১২ টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হবে।

এছাড়া মঙ্গলবার বেলা ১১ টায় সকাল ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদের ১২৮তম আবির্ভাব, তিথি উপলক্ষে অভিষেক ও পূজা, এবং পরে পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। এরপর ওইদিন দুপুর ২ টায় নন্দ উৎসবের মহা প্রসাদ বিতরণ করা হবে।

অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‌হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের উদ্যোগে সোমবার সকাল ৮টায় ‌ শ্রীধাম শ্রী অঙ্গন থেকে একটি শোভাযাত্রা শহর ‌প্রদক্ষিণ করবে। এটি শহর প্রদক্ষিণ শেষে পুনরায় আঙ্গিনায় ফিরে আসবে। বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে।

(আরআর/এসপি/আগস্ট ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১২ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test