E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বরগুনায় সহকারী জজের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০২৪ আগস্ট ২৫ ১৮:৫৯:৩০
বরগুনায় সহকারী জজের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : বরগুনায় দায়রা জজ আদালতের এক বিচারকের স্ত্রী আত্মহত্যা করেছে। ওই বিচারকের নাম দেওয়ান আনোয়ারুল আসিফ। তিনি সহকারী জজ, বামনা আদালতের বিচারক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর এলাকার বাসিন্দা- মৃত সফিউদ্দানের একমাত্র মেয়ে সুমি কায়সার পদ্ম।

আজ রবিবার সকাল ৯ টা ৫০ ঘটিকায় বরগুনার চরকলোনী নিবাসি কহিনুর বেগম এর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে বলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান নিশ্চিত করেন।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বরগুনার চরকলোনী এলাকার বাসিন্দা কহিনুর বেগম এর ভাড়াটিয়া বাসার পূর্ব উত্তর কর্ণারের রুমের সিলিং ফ্যানের সাথে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দম্পতির দুটি পুত্র সন্তান রয়েছে। পরিবারের দাবী সুমির দ্বিতীয় বাচ্চা হওয়ার পর থেকেই মানষিক সমস্যায় ভুগছিলেন। সুমির স্বামী বিচারক আনোয়ারুল আসিফের দাবী ইতিপূর্বে সুমিকে এ সমস্যা নিয়ে একাধিকবার চিকিৎসা করানো হয়েছিল।

ভাড়া বাসায় সুমি তার মা সাফিয়া রাজি ও তার নানীকে নিয়ে বসবাস করত। সুমির বাবা মৃত্যু বরণ করায় এবং অন্যকোন ভাই বোন না থাকায় সুমির মা এবং নানীর একমাত্র ভরসাই ছিল সুমি। আত্মহত্যার বিষয় জানতে চাইলে সুমি মা কান্নায় ভেঙে পরেন। তবে তাদের এ বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানান।

বাড়ির মালিক কহিনুর বেগম বলেন, প্রায়ী বিচারকের স্ত্রী সুমি উত্তেজিত হয়ে চিল্লাপাল্লা করত। গতরাতেও তিনি ঝগড়া ঝাটির শব্দ শুনতে পান। পরে সকালে শোনেন সুমি আত্মহত্যা করেছে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক সুতারহাল শেষে শরিরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে গলায় ফাঁস লাগানোর দাগ দেখতে পেয়েছি। পরিবারের কোন অভিযোগ করেনি। পরিবার ভিকটিমের লাশ ময়না তদন্ত করতে রাজি নন। তাই প্রাথমিক তদন্ত কার্য শেষ করে ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(এসএস/এসপি/আগস্ট ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test