E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কানাইপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ১

২০২৪ আগস্ট ২৫ ১৩:১৫:২৯
কানাইপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে আটক ১

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে কানাইপুর ইউনিয়ন পরিষদের পিছনে মালাঙ্গা গ্রামের বিকাশ ঘোষের বাড়ী থেকে নূর ইসলাম ভুইয়া (৪৮) ওরফে নুরু নামে ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় গ্রেফতার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।

শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে তাকে বিকাশ ঘোষের বাড়ী থেকে আটক করা হয়। সে স্থানীয় বিকাশ ঘোষের ভাড়াটিয়া বলে নিশ্চিত করেছে বিকাশ ঘোষ।

আটককৃত নুরু এলাকায় সুইপারের কাজ করেন বলে এলাকাবাসী সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সে ফরিদপুরের মধুখালী শহরতলীর মৃত সাদেক ভুঁইয়ার ছেলে। এসময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করার দাবী করেছে উপস্থিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা মো. রাজা মিয়া। যদিও আটককৃত নুরু দাবি করে, 'সে ইয়াবায় আসক্ত, ইয়াবা সেবনের জন্য সে ৪ পিস ইয়াবা কিনে তা নিজ ভাড়া বাসায় সেবন করছিল, ওই সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন তাকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে সে কয়েকটি ইয়াবা সেবন করেছে বাকী ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জব্দ করে নিয়ে গেছে বলে জানিয়েছে আটককৃত নুরু। এসময় ইয়াবা সেবন করা অন্যান্য সরঞ্জাদি ও ইয়াবা জব্দ করা হয়েছে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. রাজা মিয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসান আল মামুনসহ ১০ জনের একটি দল এই অভিযান পরিচালনা করেন বলে নিশ্চিত করেছেন ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপপরিদর্শক মো. রাজা মিয়া। এই রিপোর্ট লেখার আগ মুহুর্তে বিষয়টি নিয়ে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

(আরআর/এএস/আগস্ট ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test