E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সুবর্ণচরে উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ  

২০২৪ আগস্ট ২৩ ১৭:২৫:৩১
সুবর্ণচরে উপজেলা বিএনপির ত্রাণ বিতরণ  

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সুবর্ণচর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো.শাহজাহান এর নির্দেশে সুবর্ণচর উপজেলা বিএনপির উদ্যেগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার চরজব্বর ইউনিয়ন, আমান উল্যাহ ইউনিয়ন, চরবাটা ইউনিয়নের ৬০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এবিএম জাকারিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন ফারুক, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, সহ-সভাপতি এডভোকেট বেলাল উদ্দিন, বিএনপি নেতা মোঃ ইসমাইল হোসেন, এডভোকেট হুমায়ুন কবির, এডভোকেট সালেহ উদ্দিন, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সম্পাদক আতিক উল্যাহ অশ্রু, সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট জাকারিয়া বলেছেন, সুবর্ণচরে অনেকের বাড়ী ঘর পানির নিছে। বিগত সরকার পানি নিষ্কাশনের জন্য কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্ত পানি কি নামে। এটা কি নদীর জোয়ারের পানি? এটা ইন্ডিয়ার পানি। জোয়ারের পানি আসছে আবার নেমে যায়। বৃষ্টির পানি রোদ না হলে সহজে নামবে না। এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে আসা মানুষের বিএনপির দলীয় নেতাকর্মিদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য করার আশ্বাস দেন।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test